Tuesday, June 22, 2021

মানবদেহের করোটিক স্নায়ুগুলোর নাম , কাজ, উৎপত্তিস্থল তালিকা PDF

 

মানবদেহের করোটিক স্নায়ুগুলোর নাম , কাজ, উৎপত্তিস্থল তালিকা PDF

ক্র. .

স্নায়ুর নাম

উৎপত্তিস্থল

প্রকৃতি

.

অলফ্যাক্টরি

টেলেনসেফালন

সংবেদী

.

অপটিক

ডায়েনসেফালন

সংবেদী

.

অকুলামোটর

মধ্যমস্তিস্ক

চেষ্টীয়

.

ট্রকলিয়ার

পনস

চেষ্টীয়

.

ট্রাইজেমিনাল

পনস

সংবেদী

.

অ্যাবডুসেন্স

পনস

চেষ্টীয়

.

ফেসিয়াল

পনস

সংবেদী

.

অডিটরী

মেডালা

চেষ্টীয়

.

গ্লোসোফ্যরিন্জিয়াল

মেডালা

সংবেদী

১০.

ভেগাস

মেডালা

সংবেদী

১১.

স্পাইনাল অ্যাকসেসরি

মেডালা

চেষ্টীয়

১২.

হাইপোগ্লোসাল

মেডালা

চেষ্টীয়


স্নায়ুগুলির নাম কাজ মনে রাখার সহজ উপায়। একটি গল্পের মাধ্যমে স্নায়ুগুলির নাম কাজ মনে রাখতে শিখেনিন। এখন আমরা সেই গল্পের মাধ্যমে মানুষের ১২ জোড়া করোটিক স্নায়ুর কাজগুলি জেনে নেব।

এক পেটুক চোর রাস্তা দিয়ে হেটেঁ যাচ্ছে।

) হঠাৎ বিরিয়ানির গন্ধ (হ্যাঁ, হ্যাঁ, বিরিয়ানিই! এত লোভ দেওয়ার কি আছে!) তার নাকে এসে লাগল।

কার্যকর স্নায়ু : অলফ্যাক্টরি স্নায়ু

কাজ: ঘ্রান অনুভূতি মস্তিষ্কে প্রেরণ।

) দেখল রাস্তার পাশেই এক বাড়ির জানালা খোলা।

কার্যকর স্নায়ু: অপটিক স্নায়ু

কাজ: দর্শন অনুভূতি মস্তিষ্কে প্রেরণ (অবশ্য অপটিক নাম দেখেই কাজ বোঝা যায়)

, , ) চোরের স্বভাব, তায় আবার পেটুক! তখন চোরবাবাজি খুব সাবধানে জানালার কাছে গিয়ে শুধু চোখ ঘুরিয়ে এদিক সেদিক দেখল।

কার্যকর স্নায়ু: তিনটিঅকুলামোটর স্নায়ু, ট্রকলিয়ার স্নায়ু, অ্যাবডুসেন্স স্নায়ু

কাজ: অক্ষিগোলকের সঞ্চালন।

) তারপর জানালার শিক কেটে রান্নাঘরে ঢুকে বিরিয়ানির হাঁড়ির ঢাকনা তুলতে গিয়ে হাতে ছ্যাঁকা খেলো!

কার্যকর স্নায়ু: ট্রাইজেমিনাল স্নায়ু।

কাজ: সংশ্লিষ্ট অঙ্গগুলোর সঞ্চালনে সহায়তা এবং চাপ, তাপ, স্পর্শ ইত্যাদি অনুভূতি গ্রহন।

) কোনো মতে ছ্যাঁকা সামলে স্বাভাবিক হতেই বিরিয়ানির গন্ধে মুখ ভরে গেলো লালাতে, চোখে ধোঁয়া লেগে চোখ থেকে অশ্রু বের হতে লাগল।

কার্যকর স্নায়ু: ফেসিয়াল স্নায়ু

কাজ: মুখবিবরের সঞ্চালন, লালাক্ষরন, অশ্রুক্ষরন ইত্যাদি এবং আস্বাদন ত্বকের অনুভূতিতে সহায়তা।

) খেতে গিয়ে শুধুই বাঁধা, ধুপ করে এক বেড়াল পড়ল ওপরের সানসেড থেকে। শব্দ শুনে ভড়কে গেল চোর।

কার্যকর স্নায়ু: অডিটরী স্নায়ু

কাজ: শ্রবন ভারসাম্য রক্ষা।

) অবশেষে চামচ দিয়ে বিরিয়ানী নিল মুখে, “আহা! কি স্বাদ!”

কার্যকর স্নায়ু: গ্লোসোফ্যরিন্জিয়াল স্নায়ু

কাজ:স্বাদগ্রহন জিহ্বার সন্চালন

১০) খেতে খেতে হঠাৎ বুঝতে পারল আর একটু বেশি খেলেই মনে হয় তার পেটটা ফেটে যাবে।

কার্যকর স্নায়ু: ভেগাস স্নায়ু

কাজ: হৃদপিন্ড,ফুসফুস,স্বরনালী পাকস্থলীর সঞ্চালন এবং অনুভূতি গ্রহন।

১১) খাওয়া শেষে কাঁধ ঝাকিয়ে নিল বেশ, মুখ-হাত ধুয়ে একটু ফ্রেশ হল।

কার্যকর স্নায়ু: স্পাইনাল অ্যাকসেসরি স্নায়ু

কাজ: মাথা কাঁধের সঞ্চালন

১২) সবশেষে চোরবাবাজি জিভ দিয়ে ঠোঁট চেটে, শিষ দিতে দিতে চলে গেল।

কার্যকর স্নায়ু: হাইপোগ্লোসাল স্নায়ু

কাজ: জিহ্ববার সঞ্চালন

 

ssc exam

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

0 comentários:

Post a Comment