Tuesday, June 22, 2021

ভারতের বিভিন্ন প্রকার কৃষি বিপ্লব PDF || Agricultural Revolutions In India

 

ভারতের বিভিন্ন প্রকার কৃষি বিপ্লব PDF || Agricultural Revolutions In India

ক্র. নং.

বিপ্লবের নাম

সম্পর্কিত

জনক

সবুজ বিপ্লব(Green Revolution)

দানাশস্য উৎপাদন (প্রধানত গম, এছাড়াও ধান ভুট্টা)

এম. এস. স্বামীনাথন (ভারত) নরম্যান বোরলগ (বিশ্ব)

শ্বের বিপ্লব(White Revolution/Operation Flood)

ভারতের দুগ্ধ উৎপাদন শ্রীবৃদ্ধি

ভার্গিস কুরেইন

নীল বিপ্লব (Blue Revolution)

ভারতের মৎস উৎপাদন শ্রীবৃদ্ধি

. অরুণ কৃষণ

হলুদ বিপ্লব (Yellow Revolution)

তৈলবীজ উৎপাদন বৃদ্ধি (মূলত সরিষা সূর্যমুখী)

শ্যাম পিট্রোডা

প্রোটিন বিপ্লব (Protein Revolution)

উচ্চ উত্পাদন (প্রযুক্তি-চালিত ২য় সবুজ বিপ্লব)

নরেন্দ্র মোদী এবং অরুণ জেটেলি দ্বারা সমন্বিত

স্বর্ণালী বিপ্লব (Golden Revolution)

ফল (আপেল) / মধু উত্পাদন / উদ্যান কৃষির উন্নয়ন

নিরপেখ টুটলেজ

রজত বিপ্লব/রুপালী বিপ্লব (Silver Revolution)

ডিম উত্পাদন / পোল্ট্রি উত্পাদন

ইন্দিরা গান্ধী

লাল বিপ্লব (Red Revolution)

মাংস টম্যাটো উৎপাদন বৃদ্ধি

বিশাল তিওয়ারি

গোলাপি বিপ্লব (Pink Revolution)

পেঁয়াজ উত্পাদন / ফার্মাসিউটিক্যালস / চিংড়ি উত্পাদন।

দুর্গেশ প্যাটেল

১০

কালো বিপ্লব (Black Revolution)

পেট্রোলিয়াম উত্তলন

১১

বাদামি বিপ্লব (Brown Revolution)

চামড়া / কোকো / অপ্রচলিত শক্তি উৎপাদন বৃদ্ধি।

১২

সোনালী তন্তু বিপ্লব (Golden Fiber Revolution)

পাট উৎপাদন বৃদ্ধি

১৩

ধুসর বিপ্লব (Grey Revolution)

সার উৎপাদন বৃদ্ধি

১৪

রজত তন্তু বিপ্লব (Silver Fiber Revolution)

তুলা উৎপাদন বৃদ্ধি

১৫

গোল বিপ্লব (Round Revolution)

আলু উৎপাদন বৃদ্ধি

১৬

চিরহরিৎ বিপ্লব/রামধনু বিপ্লব

সামগ্রিকভাবে কৃষির উত্পাদন বৃদ্ধি

১১তম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় গ্রহণ করা হয়।

 

ssc exam

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

0 comentários:

Post a Comment