ভারতের
ইতিহাসের বিখ্যাত রাজাদের উপাধি ও আসল নাম
ক্র. নং |
আসল নাম |
উপাধি |
১ |
সমুদ্রগুপ্ত |
কবিরাজ, পরাক্রমাঙ্ক , লিচ্ছবি , দৌহিত্র, কবিরাজ , ভারতের নেপোলিয়ন , অশ্বমেধ পরাক্রম |
২ |
শাহজাহান |
প্রিন্স অফ
বিল্ডার্স |
৩ |
ধর্মপাল |
বিক্রমশীল , পরম
ভট্টারক , উত্তরপথস্বামী |
৪ |
অশোক |
চন্ডাশক , দেবানাং প্রিয়, প্রিয়দর্শী, মহামতী |
৫ |
প্রথম রাজেন্দ্র চোল |
গঙ্গাইকোণ্ড , পরাকেশরী , যুদ্ধমল্ল, উত্তম চোল |
৬ |
হুসেন শাহ |
বাংলাদেশের আকবর |
৭ |
ঔরংজেব |
বাদশা গাজি
, আলমগির , জিন্দাপির |
৮ |
স্কন্দগুপ্ত |
ভারতের রক্ষাকর্তা |
৯ |
বিম্বিসার |
অমিত্রঘাত , শ্রেনিক |
১০ |
আলাউদ্দিন খিলজি |
দ্বিতীয় আলেকজান্ডার |
১১ |
শিবাজি |
গোব্রাহ্মন প্রজাপালক , ছত্রপতি |
১২ |
দ্বিতীয় পুলকেশী |
পরমেশ্বর , পৃথিবীবল্লভ |
১৩ |
রঞ্জিত সিং |
পাঞ্জাব কেশরী |
১৪ |
ফিরোজ শাহ
তুঘলক |
সুলতানি যুগের আকবর |
১৫ |
জয়নাল আবেদিন |
কাশ্মীরের আকবর |
১৬ |
দ্বিতীয় চন্দ্রগুপ্ত |
সাহসাঙ্ক , শকারি , বিক্রমাদিত্য, পরম
ভাগবত |
১৭ |
কনিস্ক |
দ্বিতীয় অশোক |
১৮ |
বিম
কদফিসিস বা
দ্বিতীয় কদফিসিস |
মহেশ্বর |
১৯ |
চন্দ্রগুপ্ত মৌর্য |
মহারাজাধিরাজ |
২০ |
আমির
খসরু |
হিন্দুস্থানের তোতাপাখি |
২১ |
প্রথম নরসিংহ বর্মণ |
বাতাপিকোন্ড |
২২ |
মহাপদ্মনন্দ |
দ্বিতীয় পরশুরাম |
২৩ |
হর্ষবর্ধন |
শিলাদিত্য , সকল
উত্তর পথনাথ |
২৪ |
লক্ষণ সেন |
গৌড়েশ্বর , অরিরাজ-মর্দন-শঙ্কর , পরম
বৈষ্ণব |
২৫ |
আবুল
মনসুর খাঁ |
সফদরজঙ্গ |
২৬ |
নানা
ফড়নবিশ |
ভারতের মেকিয়াভেলি |
২৭ |
শশাঙ্ক |
নরেন্দ্রগুপ্ত , নরেন্দ্রাদিত্য |
২৮ |
অজাতশত্রু |
কুনিক |
২৯ |
দ্বিতীয় তৈলপ |
মহারাজা বিরাজ |
৩০ |
আমীর
খসরু |
হিন্দুস্থানের তোতাপাখি |
৩১ |
সিকন্দর লোদী |
নিজাম খাঁ |
৩২ |
গিয়াসুদ্দিন বলবন |
উলুগ
খাঁ |
৩৩ |
গিয়াসুদ্দিন তুঘলক |
গাজি
মালিক |
৩৪ |
মহাপদ্মনন্দ |
সর্বক্ষত্রান্তক, একরাট |
৩৫ |
কুমারগুপ্ত |
মহেন্দ্রাদিত্য |
৩৬ |
আবুরিহান |
অলবিরুনী |
৩৭ |
নুরজাহান |
মেহেরুন্নিসা |
৩৮ |
কুতুবউদ্দিন আইবক |
লাখবক্স |
৩৯ |
আবদুল্লাহ মহম্মদ |
ইবন
বতুতা |
0 comentários:
Post a Comment